প্রিমিয়ার ইউনিভার্সিটি সাংস্কৃতিক দল চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে কনফিডেন্স সিমেন্ট প্রথম আলো জাগরণ উৎসব ২০২১ কর্তৃক ‘সবার উপরে মানুষ সত্য’ থিমের উপর আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হয়েছে। ইতোপূর্বে আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রথম পর্বে অংশগ্রহণকারী দশটি বিশ্ববিদ্যালয় দলের মধ্যে প্রিমিয়ার ইউনিভার্সিটি সাংস্কৃতিক দল সর্বোচ্চ নম্বর পেয়ে চূড়ান্ত পর্বে উন্নীত হয়। চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী পাঁচটি বিশ্ববিদ্যালয় দলের মধ্যে প্রিমিয়ার ইউনিভার্সিটি সাংস্কৃতিক দল চ্যাম্পিয়ন হয়েছে। প্রিমিয়ার ইউনিভার্সিটি সাংস্কৃতিক দল তাদের মনোমুগ্ধকর পরিবেশনার মাধ্যমে বিচারক ও দর্শকদের ভূয়সী প্রশংসা অর্জন করে।
জাগরণ উৎসবে ও চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী প্রিমিয়ার ইউনিভার্সিটি সাংস্কৃতিক দলের মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রিমিয়ার ইউনিভার্সিটি কেন্দ্রীয় কালচারাল কমিটির সদস্য ব্যবসা প্রশাসন অনুষদের শিক্ষক জিনাত শাহানা । এছাড়া সাংস্কৃতিক দলের প্রস্তুতি ও রিহার্সালের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটি কেন্দ্রীয় কালচারাল কমিটির আহ্বায়ক আইন বিভাগের সহকারী অধ্যাপক অনুপ কুমার বিশ্বাস, অর্থনীতি বিভাগের চেয়ারপারসন ফারজানা ইয়াসমিন চৌধুরী, প্রিমিয়ার ইউনিভার্সিটি কেন্দ্রীয় কালচারাল কমিটির সদস্য আইন বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় বিশ্বাস, ব্যবসা প্রশাসন অনুষদের সহকারী অধ্যাপক নিলুফার সুলতানা, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহকারি অধ্যাপক মিনহাজ হোসাইন, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সাইফুদ্দিন মুন্না, ইংরেজি বিভাগের প্রভাষক জয়নাব তাবাসসুম বানু সোনালী, স্থাপত্য বিভাগের প্রভাষক আলি আকবর রাজন প্রমুখ।
০৫ ডিসেম্বর ২০২১, রবিবার, বিকেল ৩টায়, আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হওয়া প্রিমিয়ার ইউনিভার্সিটি সাংস্কৃতিক দল প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য জনাব বোরহানুল হাসান চৌধুরী, মাননীয় ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক ও রেজিস্ট্রার জনাব খুরশিদুর রহমানের হাতে বিজয়ের ক্রেস্ট তুলে দেন। তাঁরা এসময় উচ্ছ্বসিত কণ্ঠে বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটি সাংস্কৃতিক দলের কনফিডেন্স সিমেন্ট প্রথম আলো জাগরণ উৎসব ২০২১-এর আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হওয়া প্রিমিয়ার ইউনিভার্সিটির জন্য অত্যন্ত গৌরবের। আমাদের বিশ্বাস, ভবিষ্যতেও বিভিন্ন প্রতিযোগিতায় প্রিমিয়ার ইউনিভার্সিটি সাংস্কৃতিক দল বিজয়ের এই ধারাবাহিকতা বজায় রাখবে এবং প্রিমিয়ার ইউনিভার্সিটির সুনাম বৃদ্ধি করবে।
এসময় উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটি সাংস্কৃতিক দলের কনভেনর, মডারেটর ও প্রিমিয়ার ইউনিভার্সিটি কেন্দ্রীয় কালচারাল কমিটির নেতৃবৃন্দ।
প্রিমিয়ার ইউনিভার্সিটিতে দু’দিন ব্যাপী কোভিড-১৯-এর বুস্টার টিকা প্রদান কর্মসূচি সম্পন্ন
Read Moreপ্রিমিয়ার ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. কাজী শামীম সুলতানার পিতা বিচারপতি কাজী এবাদুল হকের মৃত্যুতে শোক
Read Moreইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনি (ইউটিএস) ও প্রিমিয়ার ইউনিভার্সিটির মধ্যে চুক্তি স্বাক্ষরিত
Read Moreপ্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে প্রিমিয়ার ইউনিভার্সিটি ও আমেরিকান অ্যাম্বেসির যৌথ উদ্যোগে ‘আমেরিকান সেন্টার পপ-আপ’ অনুষ্ঠিত হয়েছে।
Read Moreভয়াবহ দূর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।
Read Moreপ্রিমিয়ার ইউনিভার্সিটির জার্নাল ‘প্রিমিয়ার ক্রিটিকাল পারস্পেক্টিভ (ভলিয়্যুম ৫, ইস্যু ২, মে-২০২২)’ প্রকাশিত হয়েছে।
Read Moreএকাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত
Read More