১৪ জুন ২০২১, সোমবার, বেলা ৩টায় প্রিমিয়ার ইউনিভার্সিটির কেন্দ্রীয় বিতর্ক সংগঠন প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (পিইউডিএস)-এর একটি বিতার্কিক দল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. অনুপম সেনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন। সাম্প্রতিক সময়ে প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (পিইউডিএস) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হল কর্তৃক আয়োজিত জাতীয় আন্তঃ ক্লাব বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এবং নোয়াখালীর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আন্তঃ ক্লাব বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ায় এই বিতার্কিক দল ড. অনুপম সেনের সঙ্গে সাক্ষাৎ করেন। বিতার্কিক দলের মধ্যে ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (পিইউডিএস)-এর সভাপতি সৌমেন সরকার, বিতর্ক ও অনুশীলন সম্পাদক মু. মেহেদী রহমান এবং সহ-দপ্তর সম্পাদক সাকিব হোসাইন।
উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (পিইউডিএস) গুরুত্বপূর্ণ এই দুই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ায় তাঁর আনন্দের কথা গভীরভাবে ব্যক্ত করেন। তিনি দক্ষিণ কোরিয়া কর্তৃক অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ডিবেটিং কম্পিটিশনে প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (পিইউডিএস)-এর অংশগ্রহণ নিয়েও সার্বিক দিকনির্দেশনা দেন। তিনি বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (পিইউডিএস)-এর বিতার্কিকরা আজ পর্যন্ত দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য অর্জন করেছে। এই সাফল্য মূলত প্রিমিয়ার ইউনিভার্সিটির। আশা করি, অদূর ভবিষ্যতে তারা আরও বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য অর্জনের মাধ্যমে শুধু প্রিমিয়ার ইউনিভার্সিটি নয়, পুরো বাংলাদেশের সুনাম বৃদ্ধি করবে। তিনি বিতর্কের গুরুত্বের কথা উল্লেখ করে বলেন, বিতর্ক মানুষের মধ্যে জানার আগ্রহ বৃদ্ধি করে।
প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত।
Read Moreপ্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের উদ্যোগে লাইব্রেরি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ।
Read Moreপ্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত ।
Read Moreপ্রিমিয়ার ইউনিভার্সিটির সঙ্গে ফরাসি দূতাবাস ও আলিয়ঁস ফ্রঁসেজের প্রতিনিধি দলের মতবিনিময় ।
Read Moreপ্রিমিয়ার ইউনিভার্সিটির ইইই বিভাগের ইন্ডাস্ট্রি সংযোগে নতুন মাইলফলক: ৮টি প্রতিষ্ঠানের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর ।
Read Moreআমেরিকান রাষ্ট্রদূতের সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সৌজন্য সাক্ষাৎ ।
Read Moreপ্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে ফিমেল কমনরুম উদ্বোধন
Read More