PREMIER UNIVERSITY

Department of English language and literature

PREMIER UNIVERSITY

Department of English language and literature

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে আলোকচিত্র প্রদর্শনী ।

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে আলোকচিত্র প্রদর্শনী ।

প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে ইংরেজি বিভাগের ৪১তম ব্যাচের ৬ষ্ঠ অধিবর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ২২ জুলাই ২০২৫, মঙ্গলবার, সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত এই আলোকচিত্র প্রদর্শনী ছিল বিভাগের ফান্ডামেন্টালস অব লিংগুইস্টিকস কোর্সের অ্যাসাইনমেন্টের একটি অংশ। শিক্ষার্থীরা এই প্রদর্শনীতে বিভিন্ন আলোকচিত্রের মাধ্যমে চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়, যেমন, চেরাগীর সৌন্দর্য, খাতুনগঞ্জের বৈশিষ্ট্য, বাঁশখালীর অনাবিষ্কৃত সমুদ্র সৈকত ও সাম্পানের মাধুর্য, পতেঙ্গার সমুদ্র সৈকত, জুলাই গ্রাফিতি, ডিসি হিল ও সিআরবির প্রকৃতি, বস্তি এলাকার সংগ্রামমুখর জীবন, নির্মাণাধীন উন্নয়ন প্রকল্পের কারণে ভোগান্তি, কালুরঘাট সেতুর ফিরে আসা সৌন্দর্য, কাপ্তাইয়ের প্রকৃতি ও আদিবাসী সংস্কৃতি, চট্টগ্রাম মহামায়া লেক, ট্রাফিক জ্যাম ও ভাঙাচোরা রাস্তা, গ্রামীণ এলাকা এবং চট্টগ্রামের প্রাকৃতিক দুর্যোগ প্রভৃতি তুলে ধরেছেন।
আলোকচিত্র প্রদর্শনীতে প্রধান অতিথি ছিলেন মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। তিনি বলেন, এই ধরনের সৃজনশীল কার্যক্রম শিক্ষার্থীদের মননশীলতা ও বিশ্লেষণী ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চট্টগ্রাম শহরের প্রতিদিনের চিত্রকে তুলে ধরে শিক্ষার্থীরা যেভাবে ভাষা ও ভাবনার মধ্যে সেতুবন্ধন গড়ে তুলেছে, তা সত্যিই প্রশংসনীয়। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে জীবন ও বাস্তবতার সঙ্গে সংযোগ তৈরি করা—এই প্রদর্শনী সেই চেষ্টার সফল একটি উদাহরণ।
ফান্ডামেন্টালস অব লিংগুইস্টিকস কোর্সের শিক্ষক সহযোগী অধ্যাপক কোহিনূর আকতার বলেন, শিক্ষাকে শুধুমাত্র শ্রেণিকক্ষের চার দেয়ালে আবদ্ধ না করে শিক্ষার্থীদের এর বাইরে যেতে হবে। চট্টগ্রাম শহরের প্রতিদিনের যে-চিত্র আমাদের চোখে ফুটে উঠে, তা একটু ভিন্নভাবে উপস্থাপন করার জন্য এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন। এখানে এই চেনাজানা শহরের সৌন্দর্য এবং এর পথের বাধাগুলো অতিক্রম করার প্রচেষ্টাকে তুলে ধরা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম, রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের ডিরেক্টর জনাব সাদাত জামান খান, ইংরেজি বিভাগের চেয়ারম্যান সৈয়দ জসিম উদ্দিন, প্রক্টর মো. সোলাইমান চৌধুরী, ডিরেক্টরেট অব স্টুডেন্টস ওয়েলফেয়ারের এডভাইজার ড. আবদুর রহিম ও ইংরেজি বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। 

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুলাই ২০২৫, সোমবার, বিকেল ৩টায় ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে আলোকচিত্র প্রদর্শনী ।

Read More

২৩ জুন ২০২৫, সোমবার, বিকেল ৩টায় প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত।

Read More

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের উদ্যোগে লাইব্রেরি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির সঙ্গে ফরাসি দূতাবাস ও আলিয়ঁস ফ্রঁসেজের প্রতিনিধি দলের মতবিনিময় ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইইই বিভাগের ইন্ডাস্ট্রি সংযোগে নতুন মাইলফলক: ৮টি প্রতিষ্ঠানের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর ।

Read More

আমেরিকান রাষ্ট্রদূতের সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সৌজন্য সাক্ষাৎ ।

Read More
Copyright © 2024 Premier University IT. All rights reserved.