প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে উৎসাহ-উদ্দীপনার সাথে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে। ইংরেজি বিভাগের উদ্যোগে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম। তিনি বাংলা নববর্ষকে ‘বাঙালির সর্বজনীন লোকউৎসব’ মন্তব্য করে বলেন, ‘এই ঐতিহ্যবাহী উৎসবটি বাঙালির কাছে অত্যন্ত প্রিয় ও আদরণীয়। তিনি ‘পহেলা বৈশাখে অত্যন্ত আনন্দঘন পরিবেশে আমাদের দেশে বাংলা নববর্ষকে বরণ করে নেওয়া হয়’ উল্লেখ করে বলেন, ‘বাংলা নববর্ষ বাঙালি সংস্কৃতির খুবই গুরুত্বপূর্ণ অংশ। এই উৎসবে বাংলার হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান-মুসলমানের অর্থাৎ সকল ধর্মাবলম্বীর মিলন ঘটে। এই মিলনের মধ্য দিয়ে উক্ত উৎসব যে অসাম্প্রদায়িক তাও প্রমাণিত হয়।’
তিনি বাংলা সনের ইতিবৃত্ত বর্ণনা করে বলেন, ‘সুদূর অতীত থেকে পহেলা বৈশাখে বর্ণাঢ্য আচার আনুষ্ঠানিকতায় বর্ষবরণ উৎসব করছে বাঙালিরা। এই উৎসব গ্রামে-গঞ্জে-নগরে লোকজ ঐতিহ্যমণ্ডিত খাবার, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধূলা ইত্যাদিতে ভরপুর থাকে। সামাজিক জীবনে আত্মীয়তা-বন্ধুত্বকে প্রগাঢ় করে তুলতে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে উৎসবটি। অতিথিপরায়ণ বাঙালি জাতি দাওয়াত ও উপঢৌকন দেওয়া-নেওয়ার প্রচলিত রীতি রেওয়াজে উৎসবটিকে আরও অর্থবহ করে তোলে।’
বিভাগের চেয়ারম্যান সাদাত জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক সৈয়দ জসিম উদ্দীন, রুমানা চৌধুরী, কহিনুর আকতার, সহকারী অধ্যাপক মো. সোলায়মান চৌধুরী, মো. শহিদুল আলম চৌধুরী, শান্তনু দাশ, সৈয়দা সালমা আকতার, ফাউজুল কবিরসহ অন্যান্য শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।