প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের ইন্টার-সেমিস্টার স্পোর্টস টুর্নামেন্ট উদ্বোধন ।
প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে ইংরেজি বিভাগের ইন্টার-সেমিস্টার স্পোর্টস টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। দুই দিনের (২০-২১ আগস্ট) এই টুর্নামেন্ট ২০ আগস্ট ২০২৫, বুধবার, সকাল ১১.৩০টায় কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
এসময় উদ্বোধকবৃন্দ বলেন, শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা ও মানসিক সুস্থতার জন্য শিক্ষাগত কর্মকাণ্ডের পাশাপাশি খেলাধুলার চর্চাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের ইভেন্ট শিক্ষার্থীদের মধ্যে সহনশীলতা, দলবদ্ধতা এবং নেতৃত্ব গুণাবলী বিকাশে বিশেষ ভূমিকা রাখে।
টুর্নামেন্টের প্রথম দিনে ইংরেজি বিভাগের ছাত্রীদের মধ্যে লুডু, ক্যারাম ও মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতার আয়োজন করা হয়। দ্বিতীয় দিনে (২১ আগস্ট) চান্দগাঁও এলাকার ফরচুন স্পোর্টস এরেনায় সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ছাত্রদের ফুটবল খেলা ও ছাত্রীদের পেনাল্টি কিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের ডিরেক্টর সাদাত জামান খান, ডিরেক্টরেট অব স্টুডেন্টস ওয়েলফেয়ারের এডভাইজার ড. আবদুর রহিম, প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী, ইংরেজি বিভাগের চেয়ারম্যান সৈয়দ জসীম উদ্দীন, স্পোর্টস কোঅর্ডিনেটর সহকারী অধ্যাপক সুমিত চৌধুরী, সহকারী অধ্যাপক সৈয়দা সালমা আকতার, প্রভাষক মু. মেহেদী রহমান ও অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
Related News
Admission Test of BA in English Program Held at Premier University.